ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
সাঘাটায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎ বিল বকেয়া মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুদু মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার উল্লাবাজার রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎ বিল বকেয়া মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুদু মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার উল্লাবাজার রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদু মিয়া সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নান্দুরা গ্রামের আয়েব উদ্দিনের ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে বিল বকেয়ার অভিযোগে বিদ্যুৎ বিভাগ আদালতে মামলা করেন। সম্প্রতি সেই মামলায় তাকে এক বছরের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে দুদুকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।