ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

যশোরের বাঘারপাড়ায় ট্রাক ধাক্কায় হালিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলগা-বসুন্দযিয়া সড়কের ভিটাবল্লা নামক স্থানে ট্রাকের ধাক্কায় হালিমা বেগম

যশোর: যশোরের বাঘারপাড়ায় ট্রাক ধাক্কায় হালিমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলগা-বসুন্দযিয়া সড়কের ভিটাবল্লা নামক স্থানে ট্রাকের ধাক্কায় হালিমা বেগম আহত হন।

পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হালিমা বেগম মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধলগা-বসুন্দিয়া সড়কের ভিটাবল্লা নামক স্থানে ট্রাক ও থ্রি হুইলারের সংঘর্ষে হালিমা বেগম আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নিহতের স্বামী ইউনুস আলী বাংলানিউজকে বলেন, থ্রি হুইলার যোগে গঙ্গারামপুর থেকে অভয়নগরের চেঙ্গুটিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হালিমা।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।