ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৬১ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
ঝিনাইদহে ৬১ জন আটক

ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ...

ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৩, শৈলকুপা ১২, হরিণাকুণ্ডুতে ৬, কালীগঞ্জ ১২, কোটচাঁদপুর ৩, মহেশপুর ৪ ও ডিবি পুলিশ একজনকে আটক করেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহের ছয় উপজেলা থেকে ৬১ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে নাশকতার পরিকল্পনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে বিদ্যুৎ বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

এদিকে, কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের মোবারক খানের ছেলে চাঁদ আলী খাঁ (৫৪) ও মামুনসিয়া গ্রামের সিদ্দিকুর রহমান (৪০) নামে দু’জনকে পাঁচটি বোমাসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।