ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট ২০১৬ নিয়ে শনিবার (০৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঢাকা: হাঙ্গেরিতে সরকারি সফর ও বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট ২০১৬ নিয়ে শনিবার (০৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে হাঙ্গেরিতে চারদিনের সরকারি সফর ও বিশ্ব পানি সম্মেলনে যোগদান শেষে বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরটি দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলেই মনে করছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।

পানি সম্মেলনে শেখ হাসিনা পানিকে এখনকার সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করে বিশ্ব নেতাদের সামনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ব পানি তহবিল গঠনের ওপরও জোর দিয়েছেন তিনি।  
 
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পানির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বি-পক্ষীয় সফরে সাক্ষাৎ হয়েছে হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের ও প্রধানমন্ত্রী ভিক্টর ওবরানের সঙ্গে। অংশ নিয়েছেন বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠকের সমাপনীতেও।  

শেখ হাসিনার সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট আদের বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন, পানি ব্যবস্থাপনাসহ যেসব খাতে হাঙ্গেরির দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে সেগুলোতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-হাঙ্গেরির প্রধানমন্ত্রী পর্যায়ের এটাই প্রথম কোনো বৈঠক।  

এ সময় তাদের উপস্থিতিতেই পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি খাতে উন্নয়ন ও পররাষ্ট্র বিষয়ক পরামর্শসেবা বিষয়ে তিনটি চুক্তি সই হয়।  

এরপর দুই প্রধানমন্ত্রী একসঙ্গে যোগ দেন বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে। দু’দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে আরও একটি সমঝোতা সই হয় সেখানে।  

এদিকে ইউরোপ থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে হোটেলের হলরুমে ভাষণ দেন শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬/আপডেট: ১৪৪৩ ঘণ্টা
এমইউএম/এমএ/

আরও পড়ুন_

**দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
** দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বাহন ‘আকাশ প্রদীপ’
***‘হাঙ্গেরি সুন্দর দেশ, নাতিদের এখানে পড়তে পাঠাবো’
**'ভালোবেসে দেশ পরিচালনাই আমার ম্যাজিক,' বললেন শেখ হাসিনা
**বিনিয়োগ চাইলেন হাসিনা, বিনিয়োগ হবে বললেন ওবরান

**পার্লামেন্ট স্কয়ারে সর্বোচ্চ সম্মান, হাসিনার নেতৃত্বের প্রশংসা
***হাঙ্গেরির সঙ্গে বাংলাদেশের ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি সই
** হাঙ্গেরির স্বাধীনতার বীরদের প্রতি হাসিনার শ্রদ্ধা
***নিরাপদ পানি নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ার আহ্বান শেখ হাসিনার
***দানিয়ুবের বুকে এক অপরূপ রাতের গল্প
***বুদাপেস্ট পৌঁছালেন প্রধানমন্ত্রী, ৪ ঘণ্টা বিলম্ব

** ত্রুটি সারিয়ে তুর্কমেনিস্তান থেকে ফের উড়লো প্রধানমন্ত্রীর ফ্লাইট
** প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের জরুরি অবতরণ তুর্কমেনিস্তানে
***বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
** প্রতি বিন্দু পানি প্রাধান্য দিতে বুদাপেস্ট সামিট
***রোববার সকালে বুদাপেস্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী
***প্রথম দ্বিপাক্ষিক সফরে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।