ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ২ চরমপন্থি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
চুয়াডাঙ্গায় ২ চরমপন্থি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মতিয়ার ও নাহিদ হাসান নামে চরমপন্থি দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মতিয়ার ও নাহিদ হাসান নামে চরমপন্থি দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

একই সঙ্গে উদ্ধার করা হয় একটি শাটারগান ও ৫ রাউন্ড গুলি।

গ্রেফতারকৃত মতিয়ার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মইরুদ্দিন মণ্ডলের ছেলে ও তার সহযোগী নাহিদ হাসান মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের কয়েকজন সদস্য নতিপোতা গ্রামের একটি মাঠের মধ্যে বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে মতিয়ার ও তার সহযোগী নাহিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় আওয়ামী লীগ নেতা মমিন মাস্টারের লিচু বাগানে পুঁতে রাখা একটি শাটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুইজন চরমপন্থি সংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও মেহেরপুর থানায় অনেক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।