ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে এনজিও ফাউন্ডেশন দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
নড়াইলে এনজিও ফাউন্ডেশন দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে পালিত হয়েছে এনজিও ফাউন্ডেশন দিবস।

নড়াইল: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে পালিত হয়েছে এনজিও ফাউন্ডেশন দিবস।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টার নড়াইল ডিজিটাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান।

নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক তুষার কান্তি ঘোষ, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থা তুকরোল আমীন, নোভা সংস্থার সুবির বোস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএসকে/পিসি  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।