ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।

ধামরাই (ঢাকা): রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর কালামপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন মসজিদ থেকে প্রায় দুই হাজার মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কালামপুর বাজার হয়ে গালর্স স্কুলের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় ধামরাই উপজেলা ইমাম পরিষদের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।