ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মফিজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মফিজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

মফিজ ভোলার চর ফ্যাশন এলাকার নীল কমল এলাকার বাসিন্দা ও জয়নাল আবেদীনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোলাগামী তোহা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় মফিজ নামে এক যাত্রীর কাছ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।