ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
গাজীপুর সিটি প্রেসক্লাবের নতুন কমিটি

গাজীপুর সিটি প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর: গাজীপুর সিটি প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে ২০১৭-১৮ সালের জন্য সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনকে সভাপতি ও মিজানুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সাংবাদিক মুকুল বিশ্বাস, মো. জামাল উদ্দিন, মো. রাজীব সরকার, মাহবুবুল আলম, মাহমুদুল হাসান, পলাশ মল্লিক, রুবেল সরকার, রেজাউল সরকার আঁধার ও মনির হোসেন।

উল্লেখ্য, গত ২০১২ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর গাজীপুর সিটি প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
আরএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।