ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে নাগরদোলায় কিশোরের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
মুন্সীগঞ্জে নাগরদোলায় কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জে নবান্ন মেলায় নাগরদোলায় রবিউল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নবান্ন মেলায় নাগরদোলায় রবিউল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রবিউল সদরের উত্তর ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া ও চাঁদপুরের কিরণের ছেলে।

কিশোরের মামা মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নবান্ন মেলায় যায় রবিউল। নাগরদোলায় উঠলে সেখানে পাশের খুঁটির সঙ্গে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে সে আঘাতপ্রাপ্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকে এবং নাগারদোলা থামালে রক্তাক্ত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক সাবিব ইবনে আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, কিশোর রবিউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬

পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।