ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা সাগরপাড়ি খেলাঘরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হচ্ছে।

বরগুনা: বরগুনা সাগরপাড়ি খেলাঘরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হচ্ছে।

 

এ উপলক্ষে শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পরে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরগুনা সেক্টর কমান্ডার ফোরাম ১৯৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, সাবেক পৌরমেয়র মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও বরগুনার সব মুক্তিযোদ্ধারা র‌্যালিতে অংশ নেন।

পরে শহীদদের স্মরণে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা সেক্টর কমান্ডার ফোরাম ১৯৭১। এছাড়াও শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরগুনার একাধিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।