ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ মিনারে শ্রদ্ধা বাংলা একাডেমির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ মিনারে শ্রদ্ধা বাংলা একাডেমির ছবি: সুমন শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমি।

ঢাকা: ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলা একাডেমি।

 

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, পরিচালক শাহিদা খাতুন, অপরেশ কুমার ব্যার্নাজি, হাসান কবির, মোজাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৫৫ সালের ০৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।