ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে গণপিটুনিতে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
চৌদ্দগ্রামে গণপিটুনিতে নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী।

শনিবার (০৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বর্ধণবাড়ি গ্রামের সেকান্দর আলীর বাড়িতে চোর ঢুকলে বাড়ির লোকজন চিৎকার করে। এ সময় চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গ্রামবাসীরা ওই ব্যক্তিকে দেখে চোর সন্দেহে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওইব্যক্তি চোর কিনা তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
বিএসকে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।