ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে আটক দুই ভাই কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ধুনটে আটক দুই ভাই কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় গাঁজাসহ দুই ভাইকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় গাঁজাসহ দুই ভাইকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (০৪ ডিসেম্বর) সকাল ১১টায় তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

এরা হলেন- উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আমির উদ্দিনের ছেলে মাহফুজার রহমান (৪৭) ও আবু বক্কার সিদ্দিক (৪০)।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার সোনাহাটা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন মাহফুজার ও আবু বক্কার। শনিবার রাতে পুলিশ ক্রেতা সেজে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাহফুজার ও আবু বক্কারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।