ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ১১৯ বোতল ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে ১১৯ বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ১১৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ১১৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শনিবার (০৩ ডিসেম্বর) দিনগত ভোর রাতে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

রোববার (০৪ ডিসেম্বর) বেলা ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির একটি টহলদল সীমান্তের দৌলতবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় ১১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৪৭ হাজার ৬শ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মো. সারওয়ার জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।