ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হানাদার মুক্ত দিবসে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের র‌্যালি-সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
হানাদার মুক্ত দিবসে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাস্টার অনোয়ারুল হক, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের ও কাজলকান্দি দাস প্রমুখ।

১৯৭১ সালের ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ্মীপুর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। প্রতিবছর দোয়া, মিলাদ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।