ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৪৯ আসামি কারাগারে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
নড়াইলে ৪৯ আসামি কারাগারে 

নড়াইলে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নড়াইল: নড়াইলে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, ৪৯ জনের নামে নড়াইলের বিভিন্ন থানা-পুলিশ ফাঁড়িতে মামলা ও অভিযোগ রয়েছে।
 
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১০১ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জেলা থেকে জঙ্গি, মাদক, চুরি, ছিনতাইকারীসহ অপরাধীদের নির্মূল করার লক্ষে এ অভিযান চালানো হচ্ছে। তবে, এতে সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানি করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে অভিযানে শুধু তাদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।