ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা।  রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
 

বগুড়া: যুদ্ধাপরাধীদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


 
শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে প্রথমে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আহ্বায়ক গোলাম মাহবুব বিদ্যুৎ, সদস্য সচিব সবুজ সওদাগর, সুমনুজ্জামান সুমন, দেলোয়ার হোসেন, গৌরাঙ্গ সরকার, উৎপল কুমার, সামিয়াল সাব্বির, গোলাম রাব্বী, নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সব ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।