ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ফুটপাতের দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
সুনামগঞ্জে ফুটপাতের দোকান উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ শহরকে যানজট মুক্তকরণের লক্ষে ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরকে যানজট মুক্তকরণের লক্ষে ফুটপাতের দোকান উচ্ছেদ করেছে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসস্ট্যান্ড ও ডিএস রোড থেকে ঐতিহ্য জাদুঘরের সামনের সড়ক পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের পাশে থাকা ভাসমান সবজির দোকান, ফলের দোকান, পত্রিকার হাকার, ঝুড়িতে করে বিক্রি করা বিভিন্ন অস্থায়ী দোকান দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে পুলিশের পক্ষে নেতৃত্ব দেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও ট্রাফিক পুলিশের পক্ষে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট মো. সালাহ উদ্দিন কাজল।

তারা বাংলানিউজকে জনান, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সোমবার (০৫ ডিসেম্বর) অন্য এলাকায় ও শহরের গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।