ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভাঙাড়ির দোকানের আগুনে দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রাজধানীতে ভাঙাড়ির দোকানের আগুনে দগ্ধ ২

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় একটি ভাঙাড়ির দোকানে পরিত্যক্ত সিলভারের পারফিউমের বোতল বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় একটি ভাঙাড়ির দোকানে পরিত্যক্ত সিলভারের পারফিউমের বোতল বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকানের মালিক বাহারউদ্দিন (৫২) ও কর্মচারী আতর আলী (৪৫)।

দোকান মালিক বাংলানিউজকে জানান, হোসনি দালানের ভাঙাড়ির দোকানে বোতল ভাঙার সময় একটি সিলভারের পারফিউমের বোতল বিস্ফোরণে দোকানে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তারা দুইজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধ দুইজনের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তাদের ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এজেডএস/আরআইএস/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।