ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৫২ আসামি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কুষ্টিয়ায় ৫২ আসামি কারাগারে

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৫২ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৫২ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বাংলানিউজকে জানান, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি'র নির্দেশে গত ৩১ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। ৭ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে।

তিনি আরও জানান, রাতে কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর, খোকসা, কুমারখালী ও দৌলতপুর থানায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।