ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
স্কুলছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশালে পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের আত্মহত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বরিশাল: বরিশালে পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের আত্মহত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বরিশাল মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বিসিসি প্যানেল মেয়র শরিফা তছলিম কালাম পলি, নারী নেত্রী ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, টুনু রানী কর্মকার, অধ্যক্ষ রুহুল আমিন, ডা. সৈয়দ হাবিবুর রহমান, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা প্রমুখ।

মানববন্ধন শেষে নগরীতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সদররোড, ফজলুল হক এভিনিউ হয়ে জেলা প্রশাসকের র্কাযালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতারা জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের কাছে স্মারকলিপি দেন।

গত ২৬ নভেম্বর শরীয়তপুর জেলার মধ্যপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারকে বিয়ে দিতে গেলে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএস/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।