ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ।রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাররাস্তার মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাররাস্তার মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

মানববন্ধনে তারা ভারতের রামপুরহাট সেনানিবাস থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।  

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের কমান্ডার নাছিম উদ্দিনসহ সব সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।