ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া গ্রামের মোদাচ্ছের মৃধা (৪৫) নামে বাংলাদেশি এক শ্রমিক দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া গ্রামের মোদাচ্ছের মৃধা (৪৫) নামে বাংলাদেশি এক শ্রমিক দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (০৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মোদাচ্ছের চিতলীয়া গ্রামের মৃত বাছার মৃধার ছেলে। তার স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।

নিহত মোদাচ্ছের মৃধার মেজ ভাই মোতাহার মৃধা বাংলানিউজকে জানান, মোদাচ্ছের নিজের জমি বিক্রি করে ১০ বছর আগে দুবাই যান। তিন বছর আগে তার বড় ছেলে ফেরদৌসকেও দুবাই নিয়ে যান।

রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় মোদাচ্ছের গাড়িতে করে কাজের উদ্দেশে রওয়ানা হন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোদাচ্ছের গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

ভাতিজা হাবিব মৃধা মোবাইল ফোনে এ খবর আমাদের জানিয়েছেন। আমরা এখন ভাইয়ের মরদেহের অপেক্ষায় আছি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।