ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ভারতীয় ৩ নাগরিকসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কুমিল্লায় ভারতীয় ৩ নাগরিকসহ আটক ৪

কুমিল্লা সদর উপজেলায় ভারতীয় ৩ নাগরিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় ভারতীয় ৩ নাগরিকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদরের কুচাইতলি এলাকার ভণ্ড কবিরাজ মাহবুব মিয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আলমগীর গাজী, মামুনুর রহমান ও বাবুল মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সদর উপজেলার কুচাইতলি এলাকায় মাহবুব নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এসময় মাহবুব নামে এক ভুয়া কবিরাজ ও তাকে সহায়তাকারী ভারতীয় ৩ নাগরিককে আটক করা হয়।  
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল ওই ভণ্ড কবিরাজ মাহবুব।   তার সহযোগী হিসেবে কাজ করছিল ৩ ভারতীয় নাগরিক। তাদের কোন পাসপোর্টও নেই।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান,  ভারতীয় তিন নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।