ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাহালুতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কাহালুতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

বগুড়ার কাহালু উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে  আব্দুল মতিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে  আব্দুল মতিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  

তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাপদাহ গ্রামের বছির উদ্দনের ছেলে বলে জানা গেছে।

 

রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাপদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ‍

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।  

স্থানীয়রা জানান, চাপদাহ বাজারের ভেতরে দাঁড়িয়ে আব্দুল মতিন জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।  

পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।