ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালালেন স্বামী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালালেন স্বামী

নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে স্ত্রী হাসনা বেগমের (৩৫) মরদেহ ফেলে পালিয়েছেন স্বামী রাশেদুল।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে স্ত্রী হাসনা বেগমের (৩৫) মরদেহ ফেলে পালিয়েছেন স্বামী রাশেদুল।  

রোববার (০৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে হাসনাকে মারপিট করে রাশেদুল। এ সময় তিনি মরার মতো হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যান তিনি। জরুরি বিভাগের চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করলে পালিয়ে যান রাশেদুল।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি রহস্যজনক।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।