ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
বগুড়ায় জামায়াত নেতা গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি থানা জামায়াতের আমির মুনছুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি থানা জামায়াতের আমির মুনছুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মুনছুর উপজেলার আলতাফ নগর এলাকার খোরশেদ ওরফে মোরশেদ আলীর ছেলে।

রোববার (০৪) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া জেলার মিডিয়া সেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা মুনছুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৭টি নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।