ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ মনির জন্মদিনে বগুড়ায় যুবলীগের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
শেখ মনির জন্মদিনে বগুড়ায় যুবলীগের আলোচনা সভা

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ ডিসেম্বর) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ এ সভার আয়োজন করে।

বগুড়া: আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৮তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ এ সভার আয়োজন করে।

জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।  
 
সভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুবলীগ নেতা আনোয়ার পারভেজ রুবন, আনোয়ার হোসেন মুকুল, খালেকুজ্জামান রাজা, নাছিরুজ্জামান টিটো, আহম্মাদ কবির মিন্টু, মাইসুল তোফায়েল কোয়েল, উদয় কুমার বর্মন, আব্দুর রাশেদ শিবলু, ইয়াসিন শেখ, সাজেদুর রহমান সিজু, কামরুল হুদা উজ্জল, এজাজুল হক ডনেল, বাপ্পি কুমার চৌধুরী, ফজলে রাব্বি মিথুন, মতিন আলী প্রামানিক, ইফতারুল ইসলাম মামুন, রাজিবুল ইসলাম রাজন, মোস্তাকিম রহমান, জাকারিয়া আদিল, রাসেদুজ্জামান রাসেল, গোলাম রহমান ফটো, মেহেদী হাসান জাহাঙ্গীর, কাওছার হামিদ রুবেল, শ্রাবন আবেদীন সনি, রাজ মাহমুদ কাওছার, জিয়াদুশ শরীফ পরাগ, এম আর ইসলাম রফিক, শামীম আহসান কাজল, মনোয়ার হোসেন, মামুন হোসেন, রুমন ইসলাম, চন্দন কুমার দাস, নুরেজ্জামান সিদ্দিকী, ইসমাইল হোসেন, বাবুল রানা বাবুল, রবিউল হায়াৎ পটল, আবু সাঈদ লেলিন, খায়রুল আলম লাখিন, ফখরুল ওয়াহেদ খান শাহেদ, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করছে। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আদর্শে দেশ গড়ার কাজে যুব সমাজকে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।