ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ফেনীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

ফেনীতে শহরের বারাহীপুরে আগুনে পুড়ে আবদুল্লাহ (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ফেনী: ফেনীতে শহরের বারাহীপুরে আগুনে পুড়ে আবদুল্লাহ (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌরসভার বারাহীপুর ওয়ার্ডের আবুবকর সড়কের আজমত আলীর  বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে আবদুল্লা নামে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি ওই বস্তির বাবুল হোসেনের ছেলে।
 
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে সৃষ্ট আগুনে পুড়ে ওই শিশুর মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।