ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদক সম্রাজ্ঞী পাপিয়া গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রাজধানীতে মাদক সম্রাজ্ঞী পাপিয়া গ্রেফতার

রাজধানীর আদাবর থান‍ার মোহাম্মদীয়া হাইজিং থেকে মাদক সম্রাজ্ঞী পাপিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা: রাজধানীর আদাবর থান‍ার মোহাম্মদীয়া হাইজিং থেকে মাদক সম্রাজ্ঞী পাপিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৪শ’ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান।

তিনি বলেন, তার নামে আদাবর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ করেছে। তার পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পাপিয়াকে গ্রেফতারের পর থেকে তার স্বামী পাচ্চু পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে ‍পুলিশি অভিযান চলছে।    

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসজেএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।