ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, কারওয়ান বাজার সংলগ্ন রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। মৃত ব্যক্তির পরনে ছিল সার্ট ও নীল রং এর লুঙ্গি। ‍তার আনুমানিক বয়স ৩৫ বছর।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে বলেও জানান এএসআই রাশেদ রানা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।