ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ কার্য‌নির্বাহী ক‌মি‌টির দা‌য়িত্ব হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ডিআরইউ কার্য‌নির্বাহী ক‌মি‌টির দা‌য়িত্ব হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্য‌নির্বাহী ক‌মি‌টির দা‌য়িত্ব হস্তান্তর করা হয়েছে।

ঢাকা: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্য‌নির্বাহী ক‌মি‌টির দা‌য়িত্ব হস্তান্তর করা হয়েছে।

জাতীয় সংসদের ডেপু‌টি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার উপস্থিতিতে সোমবার (০৫ ডিসেম্বর) সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।

বিদায়ী সভাপ‌তি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ নব ‌নির্বা‌চিত কমিটির সভাপ‌তি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমা‌নীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
 
জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন ও পুরাতন কার্যনির্বাহী কমিটির নেতারা ছাড়াও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপু‌টি স্পিকার বলেন, সাংবাদিকতায় মি‌নিমাম এ‌থিকস মেনে চলতে হয় য‌দি বস্তু‌নিষ্ঠ সংবাদ পরিবেশ‌ন করেন।

দেশ বরেণ্য সাংবাদিকদের নিয়ে সাংবা‌দিকতার ওপর সে‌মিনারের আহ্বানও জানান তিনি।
 
কোনো সাংবাদিকই একজন আরেকজনের প্রতিপক্ষ না উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, গণতা‌ন্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা হয়, এর শিক্ষা গ্রহণ করলাম।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।