ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে গণভবনের সিগনালে বাসের ধাক্কায় পমা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। নিহত পমা যশোর সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্রী।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে গণভবনের সিগনালে বাসের ধাক্কায় পমা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। নিহত পমা যশোর সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্রী।

এ ঘটনায় আহত হয়েছেন হাসান নামে এক মোটরসাইকেল চালক। হাসানের মোটরসাইকেলে চড়েই যাচ্ছিলেন পমা।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেল পৌঁনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল হক বাংলানিউজকে জানান, বিকেল পৌঁনে ৫টার দিকে চন্দ্রিমা উদ্যানের দিক থেকে গণভবনের সিগনালের দিকে আসছিল মোটরসাইকেলটি।

সিগনালের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পমা নামে মোটরসাইকেলের আরোহী তরুণী মারা যান।

গুরুতর আহত মোটরসাইকেল চালক হাসানকে পথচারীরা উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
জিএমএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।