ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ট্রলার ডুবিতে ফেরিওয়ালার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
না’গঞ্জে ট্রলার ডুবিতে ফেরিওয়ালার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ইকবাল হোসেন (৩০) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। সোমবার (০৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ইকবাল হোসেন (৩০) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার কালীপুরা এলাকার নূর মোহাম্মদ কমান্ডারের ছেলে।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, বিকেলে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী পারাপারে সময় একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে অপর একটি ট্রলারের সংঘর্ষ ঘটে। এ সময় ইকবাল হোসেন নামে এক যুবক পানিতে ডুবে মারা যান।

ঘটনাস্থলে আসা কলাগাছিয়া নৌ-ফাড়িঁর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ইকবাল হোসেন কিশোরগঞ্জ চরে ফেরি করে মশারি বিক্রি করতেন।

বাংলাদেশ সময়: ২০৩০ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।