ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর মান্নাকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর মান্নাকে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কাশিমপুর কারাগার-২ থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে পুলিশের প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে নেওয়া হয়।

গাজীপুর: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কাশিমপুর কারাগার-২ থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে পুলিশের প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে নেওয়া হয়।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরএস/এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।