ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে চাপাতিসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
বরিশালে চাপাতিসহ গ্রেফতার ২

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়ায় দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন কাউনিয়ায় দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে কাউনিয়ার আব্দুর রব সেরনিয়াবাত কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শাহীন সরদার ও হুমায়ুন।

কাউনিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। শাহীন সরদার ও হুমায়ুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।