ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
নোয়াখালীতে ২ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর সদর ও সেনবাগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোয়াখালী: নোয়াখালীর সদর ও সেনবাগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- সদর উপজেলার জালাল আহাম্মদ (৪০) ও সেনবাগ উপজেলার খালেক মিয়ার ছেলে মাসুদ (৩৪)।

নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালাল ও মাসুদকে আটক করা হয়। এসময় জালালের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও মাসুদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।