ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রংপুরে শাহিনা বেগমকে (২৩) নামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর: রংপুরে শাহিনা বেগমকে (২৩) নামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) নগরীর দর্শনা কোর্ট ঘাঘটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই হত্যার ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত রোববার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঘাঘটপাড়া এলাকায় শাহিনাকে শ্বাস রোধে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার স্বামী নূর আলম ও তার ভাই নজরুল ইসলাম জড়িত বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় নিহত শাহিনার বাবা শাহজান আলী বাদী হয়ে মেয়ের জামাই নূর আলম ও তার ভাই নজরুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
টিআই
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।