ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকের এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকের এ ঘটনা ঘটে।

নিহত শরিফ নরসিংদী জেলার বেলাব উপজেলার গোয়ালবাইরার চর গ্রামের বাসিন্দা।
 
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে জানান, বিল্ডিংয়ে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় শরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।