ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ সময় একটি অত্যাধুনিক ওয়ান শুটারগান, ৫টি বোমা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার (০৬) দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ১৯ জনকে, দামুড়হুদা থানা পুলিশ ৭ জনকে, জীবননগর থানা পুলিশ ৮ জনকে, আলমডাঙ্গা থানা পুলিশ ৬ জনকে ও গোয়েন্দা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, এসব আসামির মধ্যে- জিআর মামলার ১৬ জন, সিআর মামলার ৬ জন, নিয়মিত মামলার ১৫ জন ও সন্দেহজনক ৯ জন রয়েছে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ডালিম হোসেনকে একটি অত্যাধুনিক ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের মূল লক্ষ্য হচ্ছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার ও তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা।
 
গ্রেফতারকৃতদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান এএসপি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।