ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

বরিশাল জেলার ৩ লাখ ১ হাজার ৮১৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১০ ডিসেম্বর)। ওই দিন বরিশাল জেলার ০৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশাল: বরিশাল জেলার ৩ লাখ ১ হাজার ৮১৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১০ ডিসেম্বর)। ওই দিন বরিশাল জেলার ০৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪৩৬ জন শিশুকে নীল রঙের এক লাখ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের দুই লাখ ৭০ হাজার ৩৮০ জন শিশুকে লাল রঙের দুই লাখ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ খাওয়ানো হবে।

সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম শফীউদ্দিন জানান, ওইদিন বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে দুই হাজার ১৫৫টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মোট ছয় হাজার ৪৬৫ জন কর্মী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

শুধুমাত্র জেলার মেহেন্দিগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলায় চার দিনব্যাপী বাদপড়া শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন-বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মো. আমিরুল আজম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জলিলুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মো. বজলুল রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।