ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
মেহেরপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

মেহেরপুর: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

 

এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে রোববার (০৪ ডিসেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়।

 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

এতে নেতৃত্ব দিচ্ছেন- মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরণ, সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ পিয়াস, গাংনী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম, সম্পাদক মিজানুর রহমান, মুজিবনগর শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।