ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিআইডব্লিউটিটি’র ১৮তম বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
পিআইডব্লিউটিটি’র ১৮তম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ ওয়াটার ট্রানজিট ও বাণিজ্য বিষয়ক প্রোটোকল স্ট্যান্ডিং কমিটির (পিআইডব্লিউটিটি) ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা: বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ ওয়াটার ট্রানজিট ও বাণিজ্য বিষয়ক প্রোটোকল স্ট্যান্ডিং কমিটির (পিআইডব্লিউটিটি) ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বাংলাদেশ দলে নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির অভ্যন্তরীণ জলপথ পরিবহণের চেয়ারম্যান অমিতাভ ভার্মা।

একইদিন একইস্থানে আশুগঞ্জ হয়ে পণ্য ট্রান্সশিপমেন্ট বিষয়ক যৌথ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে। এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসএস/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।