ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ধুনটে ২ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-উপজেলার সুলতানহাটা গ্রামের বদিউজ্জামানের ছেলে এনামুল হক মনি (৩০) ও পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামের দছের আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এনামুল ও শহিদুল মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। সকালে মাদক সেবন করে নিজ নিজ এলাকায় মাতলামি করার সময় পুলিশ তাদের আটক করে।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।