ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে অটোরিকশার চাকায় গামছা পেঁ‍চিয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
করিমগঞ্জে অটোরিকশার চাকায় গামছা পেঁ‍চিয়ে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অটোরিকশার চাকায় গামছা পেঁচিয়ে মানিক মুন্সি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অটোরিকশার চাকায় গামছা পেঁচিয়ে মানিক মুন্সি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

মানিক মুন্সি একই ইউনিয়নের সাতারপুর গ্রামের বাসিন্দা।
 
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বাংলানিউজকে জানান, রাতে মানিক মুন্সি অটোরিকশার চড়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় গলায় থাকা গামছা অটোরিকশার চাকার পেঁচিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।