ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পাটুরিয়াগামী ইজতেমা যাত্রীবাহী বাসের সঙ্গে মাটিবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। আহতদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।  

তবে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।