ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
২ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শিমুলিয়া, মুন্সীগঞ্জ: ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম বাংলানিউজকে জানান, সকালে ঘনকুয়াশা থাকায় নৌরুট অস্পষ্ট হয়ে ওঠে। এজন্য ফেরিগুলো স্বাভাবিকভাবে চালানো যাচ্ছিল না। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।  

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকালে ফেরি বন্ধ থাকায় গাড়ির কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল। তবে ফেরি সচল হওয়ায় এক ঘণ্টার মধ্যেই সব ঠিক হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।