ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
দিনাজপুরে ১২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনগত রাত থেকে বুধবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৭৫০ লিটার চোলাই মদ, ৩০ বোতল ফেনসিডিল ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।  

দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।