ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ মুক্ত দিবসে ৠালি-আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
গোপালগঞ্জ মুক্ত দিবসে ৠালি-আলোচনা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৭ ডিসেম্বর গোপালগঞ্জ হানাদার মুক্ত দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

গোপালগঞ্জ: ৭ ডিসেম্বর গোপালগঞ্জ হানাদার মুক্ত দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় পৌর পার্ক থেকে মুক্তিযোদ্ধা ও জনতার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়। ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-অবসরপ্রাপ্ত বিচারপতি মুক্তিযোদ্ধা শামছুল হুদা মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু। এসব অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।